বান্দরবান জেলার রুমা ও থানচির সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) আর্মির দুই সদস্য নিহত হয়েছেন।
রবিবার (২৮ এপ্রিল) সকালে প্রাংশা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে ইন্টার–সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, এ অভিযানে ৩টি এসবিবিএল, বিপুল সংখ্যক কার্তুজ, ওয়াকিটকি সেট, মোবাইল ফোন, ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত ৩টা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত দুর্গম বাকলাই পাড়া এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।”
এসএ/দীপ্ত সংবাদ