বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা(২৭) নামে এক সাধরণ জনগণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আব্রাহাম ত্রিপুরা (৩৫) নামে আরও একজন।
বুধবার (১৭ মে) বিকেল ৩টার দিকে রুমা উপজেলার রেমাক্রি–প্রাংসা ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্লৌপি পাড়া এলাকায় আইইডি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে স্লৌপি পাড়া এলাকায় কাজে যাওয়ার সময় আইডি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় জুয়েল ত্রিপুরা ও আব্রাম ত্রিপুরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে পার্শ্ববর্তী উপজেলা থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আব্রাহাম ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী পরিদর্শক)ইয়াসিন আহমদ একজন নিহত এবং একজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যমুই অং মারমা/এমি/দীপ্ত নিউজ