ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি পণ্যে আকৃষ্ট হচ্ছেন ক্রেতা-দর্শনার্থীরা। চোখ ধাঁধানো কার্পেট মন কাড়ছে সবার। তবে, বিক্রি কম বলে জানান দোকানিরা।
ভারতীয় কাশ্মিরের মোহম্মদ আকরামের দোকানে শোভা পাচ্ছে, ৫ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা দামের সিল্ক ও পশমি কার্পেট। বিশ্বমানের অনেক পণ্যও রয়েছে তার কাছে। এই ব্যবসায়ী ২০ বছর ধরে উন্নতমানের কার্পেট বিক্রি করছেন ঢাকার বাণিজ্য মেলায়।
২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারত, পাকিস্তান ও ইরানের স্টল গুলোতে ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেশি। এসব স্টলে মিলছে বাহারি চাদর, জামা-জুতা ও ঘর সাজানোর নানা পণ্য।
ছুটির দিনে পূর্বাচলের এই আয়োজনে ভিড় থাকলেও, প্রত্যাশামতো বিক্রি হয়নি বলে জানান দোকানিরা। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।