বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কেড়েছে বাহারী বিদেশী কার্পেট। আগ্রহ বেশি তুর্কি ও কাশ্মিরি কার্পেটের দিকে। ছাড় থাকলেও দাম নিয়ে সন্তুষ্ট নন বেশির ভাগ ক্রেতা।
উদ্বোধনের পরদিন সোমবার (২২ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শণার্থীর স্বল্পতা থাকলেও সমাগম নেহাত কম নয়।
আরও পড়ুন: বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বরাবরের মত এবারেও মেলার অন্যতম আকর্ষণ দেশি–বিদেশি কার্পেট। তুর্কি ও কাশ্মিরি কার্পেটের দোকানে দেখা গেল ক্রেতাদের বেশ ভিড়। ভেড়ার লোম, রেশম সুতা বা সিনথেটিক ফাইবার, হাতে তৈরি অথবা মেশিনে বোনা–সবধরণের কার্পেটই পাওয়া যাচ্ছে মেলায়।
তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বিক্রেতারা জানান, মান ও আকারভেদে কার্পেটের দামের তারতম্য রয়েছে। বাণিজ্য মেলায় আসা কার্পেটগুলো ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত ব্যবহার উপযোগী।
আরও পড়ুন: গাজীপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’
এসএ/দীপ্ত নিউজ