মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয়েছে। ভিড়ছে ট্রেন, নামছেন যাত্রীরা। আবার এই স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে উঠছেন অনেকে। এমন দৃশ্য ১০ মিনিট পরপরই চোখে পড়ে।
রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সেবা পান যাত্রীর। ক্রমান্বয়ে ট্রেন চলাচলের সময় বাড়বে।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা–আগারগাঁও রুট চালুর পর যে অপূর্ণতা ছিল, মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচলের মাধ্যমে তা কেটে গেছে। সময় সাশ্রয় ছাড়াও নারীদের কাছে মেট্রোরেল যেন বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন। এর মধ্যে আগে থেকে চালু থাকা ৯টির সাথে যোগ হয়েছে ফার্মগেইট, সচিবালয় ও মতিঝিল স্টেশন। বাকি চারটি স্টেশন চালু হলে, পুরোপুরি সুফল মেলার প্রত্যাশা কর্তৃপক্ষের।
মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথের ভাড়া ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে পরিমান যাত্রী মেট্রোরেলে চলাচল করে, কর্তৃপক্ষের আশা মতিঝিল পর্যন্ত চালু হওয়ায় এর ৫ থেকে ৬ গুণ যাত্রী মেট্রোরেল ব্যবহার করবে। পুরোপুরি চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করবে মেট্রোরেলে।
এসএ/দীপ্ত নিউজ