রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।
রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটেছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ১০টায় গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে সামনে কামরুলসহ কয়েকজন চেয়ারে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দুজন দুষ্কৃতকারী মুখোশ পরে এসে এলোপাতাড়ি গুলি করে।
আবস্মিক এই হামলায় কামরুলের বুকে–পিঠে চার থেকে পাঁচটি গুলি লাগে এবং তিনি চেয়ার থেকে পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, যারা গুলি চালিয়েছেন, তাদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
তারা দ্রুতই ধরা পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া, ময়নাতদন্তের জন্য কামরুল আহসানের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান বাড্ডা থানার ওসি।
আল