গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার নিজের বাড়িতে ঢুকে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটিআইয়ের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ হামলা ঘটে রাত আড়াইটার দিকে। হামলাকারীরা প্রথমে সাইফের গৃহকর্মীদের হুমকি দেয় এবং পরে সাইফ সেখানে পৌঁছালে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর সাইফকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে, সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এবং তাদের দুই সন্তান, তৈমুর ও জাহারির নিরাপদে থাকার খবর পাওয়া গেছে।
তবে হামলার উদ্দেশ্য চুরি না অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি জানিয়েছেন, সাইফের শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি আঘাত গুরুতর এবং একটি মেরুদণ্ডের কাছে। সাইফের অস্ত্রোপচার করা হচ্ছে।
সাইফ আলী খানের পরিবার বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।