দিন দিন দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় নতুন করে ৯৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর, হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ১২২ জন, এবং ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, খুলনা বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে ৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
এসএ