ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, সোমবার (১২ জানুয়ারি) নিজ কর্মস্থলে তীব্র মাইগ্রেন জনিত ব্যথায় অসুস্থবোধ করেন ফেরদৌস আরা। উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।
তিনি বলেন, ইউএনও‘র মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোক করেছেন।
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসক কার্যালয়। ২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন।
ফেরদৌস আরা‘র পৈতৃক নিবাস চাঁদপুর জেলা হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। স্বামী পেশায় শিক্ষক। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী।
এসএ