বাগেরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে, এখনই প্রকল্পের” উদ্যোগে আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে বাগেরহাট দশানী বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন করা হয়। এর আগে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ হিলালী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মেহেদী হাসান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাক কর্মকর্তা মাসুদুর রহমান, ব্রাকের “অধিকার এখানে, এখনই প্রকল্পের” জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮০ জনশিক্ষার্থী অংশ গ্রহন করেন।
ব্রাকের “অধিকার এখানে, এখনই প্রকল্পের” জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন বলেন, আন্তর্জাতিক ভাবে ২৮ মে মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত হয়ে আসলেও বাংলাদেশে এবছরই প্রথম ব্রাকের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মাসিক নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মেয়েদের মাসিক এবং নিরাপদ স্বস্থ্য পরিচর্যায় সহায়ক ভ‚মিকা পালন করবে।
আল/দীপ্ত সংবাদ