দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় ভোট দিয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে শেখ তন্ময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। আশা করছি ভোটারদের স্বতঃফুর্ত অংশগ্রহণ ও ভোটের মাধ্যমে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।
এসময় আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, তালুকদার আব্দুল বাকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ আসনে শেখ তন্ময়সহ প্রার্থী রয়েছেন মোট ৬ জন।
বাগেরহাট–২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ১শ ৪১জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬শ ৩২ জন এবং পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৫শ ৭ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১শ ২৫টি।
উল্লেখ্য, সকাল থেকে বাগেরহাট শহরের ভোট কেন্দ্রোগুলোতে নারী ভোটরদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সময়ের সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি।
এসএ/দীপ্ত নিউজ