বাগেরহাটের মোরেলগঞ্জে ঝিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মানের জন্য দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারদের স্থাপনা সরানোর জন্য নোটিশ পাঠানোর পাশাপাশি মৌখিক ভাবে বললেও কোন সমাধান না মেলায় বিষয়টি ইউএনও কে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, বিদ্যালয়টির সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য অর্থ বরাদ্ধ করা হয়েছে। এ কারণে বিদ্যালয়টির পরিবেশ ভালো রাখতে সরকারি সকল নিয়ম মেনে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় বিদ্যালয়ের সীমানা ঘেঁষে অবৈধ চারটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেকসহ ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মামুন আহমেদ/এসএ/দীপ্ত নিউজ