মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাগেরহাটের ৪টি আসন ৩০ জনের মধ্যে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনিত প্রার্থী এবং ৩ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ঋণ খেলাপির দায়ে দলীয় তিনজনের এবং সমর্থনকারিদের স্বাক্ষরের মিল না থাকায় ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাগেরহাট জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, বাগেরহাট ৪টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে যাছাই–বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে বাগেরহাট–১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রবিউল, বাগেরহাট–২ আসনে ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী মরিয়ম সুলতানা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বাগেরহাট–৩ আসনের শেখ নিজাম উদ্দিন, বাগেরহাট–৪ আসনের মো. জামিল হোসেন ও বাগেরহাট–২ আসনে এস এম আজমল হোসেনের সমর্থকারিদের স্বাক্ষরের মিল না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ নিয়ে বাগেরহাটের ৪টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৪ জন। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা।
আরও পড়ুন: মনোনয়নপত্র বাতিল,লুটিয়ে পড়ে কান্নায় বুক ভাসালেন স্বতন্ত্র প্রার্থী
মামুন আহমেদ/ আল/ দীপ্ত সংবাদ