ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা বাগদান সেরেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়–স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে তাদের আংটি বদলের অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তাই বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি। ভক্তরা এখন তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
সূত্র বলছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই এ জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ বা অন্যান্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
রাশমিকা ও বিজয় দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িত বলে শোনা গেলেও, দুজনের কেউই কখনো প্রকাশ্যে তা স্বীকার করেননি। তবে একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় ও ছুটি কাটাতে দেখা গেছে।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবির পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়।
এদিকে পেশাগত দিক থেকে রাশমিকা এবার দেখা দেবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি সিনেমা ‘থাম্মা‘ তে, যেখানে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। সিনেমাতে আরও অভিনয় করেছে নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫–এ।
অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিংডম‘ এ।