পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও পুলিশ সহ অন্তত ২০ আহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় হাসপাতাল রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল বের করে আওয়ামীলীগ অফিসে যাওয়ার চেষ্টা করে মোতালেব হাওলাদার গ্রুপ। এসময় আওয়ামী লীগ অসিফের সামনে অবস্থান করছিলো এমপি আসম ফিরোজ গ্রুপ।
পরে মোতালেব হাওলাদার গ্রুপ মিছিল নিয়ে হাসপাতাল রোড এলাকা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে এমপি ফিরোজ গ্রুপ এগিয়ে আসলে মোতালেব হাওলাদার গ্রুপের মধ্যে ফের একই স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উপজেলা চেয়ারম্যান ও পুলিশের ৯ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়।
বাউফল থানার ওসি আল–মামুন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। আমাদের নয় জন পুলিশ সদস্য আহত হয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ