ভারত বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়ানডে বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু ডিসেম্বরেই নিউজিল্যান্ডে উড়ে যাবে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার জন্য।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২০ ডিসেম্বর নেলসনে ও তৃতীয়টি গড়াবে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।
সেই নেপিয়ারেই আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে টি–টোয়েন্টি। বাকি দুটি ম্যাচের জন্য ভেন্যু হিসেবে মাউন্ট মঙ্গানুইকে ঠিক করেছে এনজেডসি। ম্যাচ দুটো হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। এনিয়ে, গত ৮ বছরে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি:
১ম ওয়ানডে: ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন
২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন
৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার
১ম টি–টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, ভেন্য: নেপিয়ার
২য় টি–টোয়েন্ট: ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা
৩য় টি–টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা
আল/ দীপ্ত সংবাদ