বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি কনক্লেভ ২০২৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আগামী রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ ২০২৪ শীর্ষক, একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

ট্রান্সফরমিং বাংলাদেশ থ্রু নলেজ রেমিটেন্সথিমের অধীনে এই সম্মেলনটি প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির সহায়ক ভূমিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া ও কাঠামো প্রতিষ্ঠা করতে চায়।

আয়োজনটিবিনিয়োেগ, জ্ঞান ও দক্ষতা, রাষ্ট্রগঠন এবং প্রযুক্তি ও উদ্ভাবনএই চারটি স্তম্ভ নিয়ে সাজানো হয়েছে। এছাড়াও আলোচনায় প্রাধান্য পাবে প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক দক্ষতার ব্যবহার, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিনিময়কে উৎসাহ প্রদান এবং সামাজিক প্রভাব ও টেকসই উন্নয়নে অবদান রাখে এমন উদ্যোগগুলিতে এনআরবিদের সম্পৃক্ত করা।

সম্মেলনটিতে তিনটি কিনোেট সেশন, চারটি প্যানেল ডিসকাশন, একটি প্রজেক্ট লঞ্চিং সেশন, এবং একটি ন্যাশনাল ব্র্যান্ডিং কনটেক্সট শেয়ারিং সেশনে বিশেষজ্ঞ বক্তারা আলোচনা করবেন। সেশন গুলো সাজানো হয়েছে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা এবং প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির সহায়ক একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করার উদ্দেশ্য নিয়ে। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

তিনটি কিনোট সেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, লুৎফে সিদ্দিকী সহ বিশিষ্ট বক্তারা উপস্থিত থাকবেন। লুৎফী সিদ্দিকী দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ” বিষয়ে বক্তৃতা করবেন। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, “বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত এবং প্রবাসী সম্পৃকতা বিষয়ে আলোচনা করবেন এবং হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ, ইউএইএর চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল, সিআইপি ২০২৫ (এনআরবি), একটি সেশন সঞ্চালনা করবেন।

প্যানেল আলোচনায় এনআরবি কনক্লেভের চারটি স্তম্ভ বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, রাষ্ট্রগঠন, প্রযুক্তি এবং উদ্ভাবনপ্রাধান্য পাবে। প্যানেলগুলি প্রবাসী সম্পৃক্ততায় বাংলাদেশের ভবিষ্যত গতিপথ পরিচালনা এবং পরিকল্পনা করবে। এর পাশাপাশি প্যানেলগুলিতে প্রবাসী সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশে দক্ষতা উন্নয়নে পুনর্নির্মাণ, উদীয়মান সেক্টরগুলিতে বিনিয়োগের সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির বৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা এবং বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করার মতো বিষয়াবলি আলোচিত হবে। এই আলোচনাগুলো হোয়াইট কলার প্রবাসী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, এবং নীতিনির্ধারকদের দেশের প্রবৃদ্ধির গতিপথে প্রবাসীদের একীভূত করার সুযোগগুলি পর্যালোচনা করার জন্য একত্রিত করবে।

আয়োজনটিতে আগে আসলে আগেনীতিতে এনআরবি এবং অন্যান্য উত্সাহীরা নিবন্ধনের মাধ্যমে যোগ দিতে পারেন। রেজিস্ট্রেশন লিংকঃ https://nrbconclave.org

এনআরবি কনক্লেভ ২০২৪ এ বক্তা হিসেবে আরো উপস্থিত থাকবেন এনআরবি মোহাম্মদ ওয়ালিদ হোসেন, এডিশনাল সেক্রেটারি, ফাইন্যান্স ডিভিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার: আতা সফদার, ফরমার রিজিওনাল সিইও, এসভিপি আশিয়ান এন্ড জাপান/কোরিয়া; গ্লোবাল লিডারশিপ টিম মেম্বার, রেকিট: মোশতাক আহমেদ, ফাউন্ডার ও সিইও, এনও উয়াইবিএসও উয়াইএস, ইউএসএ, সাজিদ রহমান, চেয়ারম্যান, বোর্ড ফাইন্যান্স কমিটি, আইসিএএনএন; ম্যানেজিং পার্টনার, মাইএশিয়াভিসি: মমিনুল ইসলাম, চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিৎ।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More