এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নিতে সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। এ ম্যাচে বাংলাদেশের সামনে আজ জয়ের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াই।
দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সমীকরণ এখন একেবারেই সহজ। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে হারাতেই হবে লিটন দাস বাহিনীকে। জয় পেলে কোনো হিসাব–নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আর হেরে গেলে ফাইনালে মুখোমুখি ভারত–পাকিস্তান। তাই এই ম্যাচকে বলা যায় অঘোষিত সেমিফাইনাল।
পরিসংখ্যান বিবেচনায় পাকিস্তান থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৫ টি টোয়েন্টি খেলায় মাত্র ৫ বার জয় পেয়েছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় জয়ের সংখ্যা মাত্র ২। তবে সাম্প্রতিক রেকর্ড বেশ ইতিবাচক।
২০২৪ সাল থেকে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে জয়–হার সমান ৪টি করে। এর মধ্যে আছে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজ জয় ও টেস্টে হোয়াইটওয়াশ।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে দেখা যাবে টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম ও স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস)-এর মাধ্যমে।
এসএ