বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় ‘আর্থনা সামিট’–এর সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে কাতার সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। এবার কাতারও বাংলাদেশ থেকে প্রথম ধাপে ৭২৫ জন সৈন্য নিতে সম্মত হয়েছে। এই নিয়োগ হবে স্থায়ী ভিত্তিতে এবং প্রতি তিন বছর পরপর নতুন ব্যাচ পাঠানো হবে।
প্রেস সচিব আরও জানান, বাংলাদেশ সরকার কাতারকে অনুরোধ করেছে এই সংখ্যা ১,৬০০ বা তারও বেশি করতে।
সৈন্যদের বেতন সম্পর্কে তিনি বলেন, ‘প্রত্যেক সেনা সদস্যের প্রারম্ভিক বেতন হবে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত। সরকার আশা করছে, দুই মাসের মধ্যে প্রথম ব্যাচ সেনা সদস্যকে কাতারে পাঠানো সম্ভব হবে।‘
এছাড়া কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘সরকার কাতারের সঙ্গে আরও গভীর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায়, যাতে করে এলএনজি আরও সাশ্রয়ী মূল্যে আমদানি করা যায়।‘