বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। দলীয় নৃত্য, পরিবেশন করে একাডেমি নৃত্য শিল্পীদল, পরে পরিবেশিত হয় কোরিয়া এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান, পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
কোরিয়ার শিল্পীরা পরিবেশন করেন গান এবং নৃত্য। তাদের ঐতিহ্যবাহী ও প্রকৃতি নির্ভর ১০ পরিবেশনা দিয়ে দর্শক মাতান তারা।
এসএ/দীপ্ত নিউজ