বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কভিড১৯ মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউইয়র্কে বুধবার পার্টনারশিপ ফর মেটারনাল, নিউ বর্ন অ্যান্ড চাইল্ড হেলথএর বোর্ড চেয়ার এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩২৪ অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ ২৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বাস্থ্য খাতের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রচেষ্টার প্রতিফলন।

জবাবে হেলেন ক্লার্ক বলেন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুহার কমিয়ে বাংলাদেশ অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More