সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সাবেক স্ন্যাপচ্যাটের সিইও ইমরান খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতনামা বিনিয়োগকারী ও সাবেক স্ন্যাপচ্যাট প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান খান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং দেশের উদীয়মান খাতে সরাসরি বিনিয়োগের আহ্বান জানান। জবাবে ইমরান খান শিগগিরই বাংলাদেশ সফরের আশ্বাস দেন।

ইমরান খান বলেন, “আমি অধ্যাপক ইউনূসের আজীবন দারিদ্র্য দূরীকরণের লড়াইয়ের ভক্ত। আপনি আমাদের জাতীয় গর্ব। এখনই সঠিক সময় দেশে বিনিয়োগ করার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিশেষত ফিনটেক খাত দ্রুত বিকশিত হচ্ছে, যেখানে বিপুল সম্ভাবনা রয়েছে।”

. ইউনূস বৈঠকে প্রস্তাব দেন যে, যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীরা তাদের মোট বিনিয়োগের অন্তত এক শতাংশ সামাজিক ব্যবসা খাতে বরাদ্দ করতে পারেন বা এ সংক্রান্ত একটি তহবিল গঠন করতে পারেন। ইমরান খান এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইমরান খান। পরবর্তীতে জেপি মর্গান ও ক্রেডিট সুইসএ ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেন। চীনা ইকমার্স জায়ান্ট আলিবাবার ইতিহাস গড়া আইপিও সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিতি পান। এছাড়া স্ন্যাপচ্যাটের বাজারমূল্য কয়েক মাসের মধ্যে শূন্য থেকে ৭২৮ মিলিয়ন ডলারে উন্নীত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বর্তমানে আলেফ হোল্ডিংএর চেয়ারম্যান এবং ২০১৮ সালে প্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান প্রোয়েম অ্যাসেটএর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান খান। প্রতিষ্ঠানটি বিশেষভাবে প্রযুক্তিনির্ভর খাতে বিনিয়োগ করে থাকে, বিশেষত ফিনটেক, ডিজিটাল অবকাঠামো ও পেমেন্ট সেক্টরে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More