বুধবার, অক্টোবর ৮, ২০২৫
বুধবার, অক্টোবর ৮, ২০২৫

বাংলাদেশে চালু হচ্ছে রিটেইল চেইন শপ আলফামার্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশে আধুনিক রিটেইল খাতের নতুন যুগের সূচনা হলো। ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে দেশে কার্যক্রম শুরু করেছে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ থেকে এ যৌথ কোম্পানিতে বিনিয়োগ করছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ।

বুধবার (৭ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এই যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সারাদেশে আধুনিক সুবিধাভিত্তিক খুচরা দোকানের একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে গুরুত্ব পাবে ফাস্টমুভিং কনজিউমার গুডস (এফএমসিজি)। এফএমসিজি বলতে মূলত দ্রুত বিক্রি হয় এবং দাম তুলনামূলক কম এরকম পণ্য বোঝায় ।

উদ্যোগটির লক্ষ্য হলো বাংলাদেশে বিশ্বমানের রিটেইল ব্যবসা সংস্কৃতি, অত্যাধুনিক প্রযুক্তি ও পেশাদার সরবরাহ ব্যবস্থাপনা চালু করা। বর্তমানে দেশের রিটেইল খাত এখনো মূলত স্থানীয় দোকান ও বিচ্ছিন্ন বিতরণব্যবস্থার ওপর নির্ভরশীল।

১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই ধাপে মোট ১২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ধাপে আরও ৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

এই অর্থে আলফামার্টের আন্তর্জাতিক মান অনুযায়ী খুচরা দোকান, গুদাম ও লজিস্টিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

প্রথম পর্যায়ে দোকানগুলো খোলা হবে ঢাকা ও চট্টগ্রামে, যেখানে বেছে নেওয়া হবে জনবহুল ও আবাসিক এলাকা, যাতে ক্রেতারা সহজে দোকানে যেতে পারেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জেলা শহর ও মফস্বল এলাকায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করেছে।

কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, আলফামার্টের উন্নত তথ্যপ্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থাই এই অংশীদারিত্বের প্রধান আকর্ষণ। তাদের সিস্টেম প্রতিটি দোকানের বিক্রয় ও মজুদের তথ্য তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে পারে। এতে পণ্যের সঠিক মজুদ বজায় থাকে এবং বিক্রয় দক্ষতা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে খুচরা ব্যবসা পরিচালনা, গ্রাহকসেবা ও কর্মী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের শ্রেষ্ঠ চর্চা চালু হবে।

আলফামার্টের বৈশ্বিক কার্যক্রম

বর্তমানে আলফামার্ট ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসে প্রায় ২৭ হাজার দোকান পরিচালনা করছে। এসব দোকানে কর্মরত আছেন ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মী, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান ও টেকসই ব্যবসা মডেলের জন্য সুপরিচিত।

কাজী ফার্মস, মিতসুবিশি করপোরেশন ও আলফামার্টের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের রিটেইল খাতে এক বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে, যা শুধু ক্রেতা ও বিক্রেতার মধ্যকার সম্পর্কই নয়, বরং দেশের বাজার সংস্কৃতিতেও আনতে পারে এক নতুন ধারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আরও বক্তব্য দেন আলফামার্ট গ্রুপ ইন্দোনেশিয়ার প্রতিনিধি বুদিয়ান্ত জোকো সুশান্ত, জাপানের মিত্সুবিশি করপোরেশনের প্রতিনিধি হিরোশি ওয়েগাকি, আলফামার্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More