পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্কুটার নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘ইয়াদিয়া’। রানার অটোমোবাইলস পিএলসি আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে ব্র্যান্ডটির একাধিক মডেল উন্মোচন করেছে।
রবিবার (২৫ মে) রাজধানীর বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইয়াদিয়া’র টি–ফাইভ, এম–সিক্স, রুইবিন, জি ওয়ান ফিফটি–পি মডেলের পাশাপাশি আরও দুটি নতুন স্কুটার মডেল উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথি ও ক্রেতারা সরাসরি স্কুটারগুলোর টেস্ট রাইডে অংশগ্রহণ করে এবং প্রযুক্তিগত ফিচার সম্পর্কে ধারণা নেন। তারা ইয়াদিয়া স্কুটারের আধুনিকতা, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং স্বল্প ব্যয়ের প্রশংসা করেন।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘ক্রেতাদের সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। গুণগত মান ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।‘
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসাইন, গ্রুপ এমডি নজরুল মু. ইস., এফসিএ, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, এবং ইয়াদিয়ার জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস মি. হু, সহ রানার অটোমোবাইলস পিএলসি–এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রানার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে তারা ভবিষ্যতেও আরও উদ্ভাবনী মডেল বাজারে নিয়ে আসবে।