পাকিস্তান বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তিনি। সানসিল্ক বাংলাদেশ আমন্ত্রণে এবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন এই নায়িকা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডি‘ ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়।
ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকা আসছি, সবার সঙ্গে দেখা হবে।’
দীর্ঘ সময় ধরে পাকিস্তানে ‘সানসিল্ক‘ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা যা ভিটামিন সি ও ই’র গুনে দেয় ঝলমলে গ্লাস শাইন। এর প্রচারণার অংশ হিসেবেই তার বাংলাদেশ সফরে আসা।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান‘ রোমান্টিক কমেডি চলচ্চিত্রর মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া। এতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এসএ