আফগানিস্তানকে হারিয়ে বড় প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে, কঠিন চাপে এখন টাইগাররা। অন্যদিকে চাপ সামলে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। নিজেদের সামর্থের সুযোগ টাইগারদের সামনে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।
এদিকে রান খরায় টাউগারদের ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুবই হতাশ করেছেন। বিশ্বকাপে ৩ ম্যাচে বাংলাদেশ ব্যাটাররা মাত্র ৫টি হাফসেঞ্চুরি করেছেন। মুশফিক একাই দুটি হাফসেঞ্চুরি সহ একমাত্র ব্যাটার হিসেবে একশ রান করেছেন। তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়দের ব্যাটিংয়ে কোন ধারাবাহিকতা নেই। যা খুব বাজে ভাবে ভোগাচ্ছে দলকে। সাকিবও ৩ ম্যাচে করেছেন ৫৫ রান। ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে ভালো করতে হলে, ব্যাটিংয়ে বড় স্কোর করতেই হবে, দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের।
অন্যদিকে, ২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দল ভারত। টানা ৩ ম্যাচে সহজেই জিতে উড়ছে ভারত। স্বাগতিকতার বাড়তি সুবিধা, সাথে সব বিভাগে একাধিক ম্যাচ উইনার, ভারতকে হট ফেভারিটের মর্যাদা এনে দিয়েছে। দারুন ফর্মে আছেন আদিনায়খ রোহিত শর্মা, লোকেশ রাহুলরা।
সাথে অভিজ্ঞ বিরাট কোহলি, শ্রেয়াশ আয়ারদের নিয়ে দারুণ শক্তিশালী ও দীর্ঘ ব্যাটিং লাইনআপ ভারতের প্রধান শক্তি। ডেঙ্গু থেকর সেরে উঠে এই ম্যাচে খেলবেন ওপেনার সুবমান গিল। এ বছর একমাত্র ব্যাটর হিসেবে ৫ সেঞ্চুরি সহ হাজার রান করে দারুন ফর্মে গিল।
বিশ্বকাপে দু‘দেশের ৪ মুখোমুখিতে ভারতের ৩ জয়ের বিপরীতে টাইগাররা জিতেছে একটি ম্যাচ। তবে দু‘দলের শেষ ৪ ম্যাচে ৩টিতেই জিতেছে বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপেও জিতেছে সাকিব বাহিনী।এই সাফল্য টাইগারদের আত্নবিশ্বাস যোগালেও; ভারতের মাটি থেকে জয় ছিনিয়ে আনতে সববিভাগে ১০০ ভাগই দিতে হবে বাংলাদেশকে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ