দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের আলোচনায়, নির্বাচনমুখী বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। এতে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে।
দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের চিন্তাভাবনা ও অবস্থানের কথা আরেকবার যুক্তরাষ্ট্রকে পরিষ্কার করেছে দিল্লি।
পরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা।
পররাষ্ট্রসচিব স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এই বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এসএ/দীপ্ত নিউজ