বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে ভারত। স্বল্প রানের লক্ষ্য তাড়ায় মোটেও বেগ পেতে হয়নি হারমানপ্রিত কাউরের দলকে। হারাতে হয়নি কোনো উইকেটও।
বাংলাদেশের দেওয়া ৮১ রানের লক্ষ্য ১০ উইকেট আর ৫৪ বল হাতে রেখেই টপকে গেছে ভারত।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকান বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। তবে ওই এক ছক্কাতেই শেষ বাংলাদেশের দাপট। এরপর পুরো ইনিংসে একক আধিপত্য দেখিয়েছে ভারত।
একের পর এক ব্যাটারের আসা–যাওয়ার মিছিলে থিতু হয়েও হাত খুলে খেলতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। তাতে পুরো ২০ ওভার ব্যাটিং করেও তিন অঙ্কে পৌঁছাতে পারেনি টাইগ্রেসরা।
আল / দীপ্ত সংবাদ