মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার।
ইনিংসের প্রথম বলেই পেসার মারুফা আক্তারের দুর্বোধ্য ইনসুইংয়ে শ্রীলঙ্কার ইনিংসে ধাক্কা দেয় বাংলাদেশ। সেখান থেকে পরের দুই ব্যাটার চামারি আতাপাথু ও হাসিনি পেরেরা দারুণ জুটি গড়েন। ওই জুটি ভেঙে ম্যাচে ফিরে লঙ্কানদের আট বল থাকতে ২০২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তুর কাউন্টার অ্যাটাকে ঘুরে দাড়াঁয় লঙ্কানরা। তাকে ফিফটির আগে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে হাসিনি পেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের পথেই হাঁটছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট তুলে লঙ্কানদের নাগালেই রেখেছেন স্বর্ণা আক্তাররা।