বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক নির্মান, বিদ্যুৎ ও তৎসংশ্লিষ্ট শিল্পের সেমস গ্লোবাল প্রদর্শনী।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে মেলা উদ্বোধন করেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।
আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই প্রর্দশনী।
এখানে থাকবে ২৮তম বিল্ড বাংলাদেশ, ২২তম রিয়েল এস্টেট এক্সপো এবং ৫ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো।
অনুষ্ঠানে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, ঢাকা ওয়াসার উপ–ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং আমেরিকান চেম্বার অব কর্মাস ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস
এসএ/দীপ্ত নিউজ