নির্বাচনের প্রথম থেকেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিচ্ছেন প্রার্থীদের কর্মী ও সমর্থকরা, তবে ভোটাররা বলছেন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ হলে তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এজন্য নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি তাদের।
ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়ার কাজ চলছে। ভোটাররা বলছেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন তারা।
৫৮ বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনের মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। ১২৬ টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সকল কেন্দ্রে সিসি ক্যামেরায় স্থাপন চলছে, ১২৬ কেন্দ্রের মধ্যে ১০৬ টি গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন নির্বাচন কমিশন।
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য প্রার্থীদের শেষ পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি মেনে চলার উপর গুরুত্ব দেন বিশিষ্ট নাগরিকরা। তারা মনে করেন সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হলে অবশ্যই ভোটকেন্দ্রের পরিবেশ নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে চলছে র্যাবের টহল, এছাড়া ভোটের সময় ১০ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড ও নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোট গ্রহণের সময় দায়িত্ব পালন করবে।
মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ