অমর একুশে গ্রন্থমেলায় মঙ্গলবার ছিল পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়া। বাসন্তী রংয়ের পোশাকে, নিজেদের সাজিয়ে মেলায় যান বইপ্রেমীরা।
অমর একুশে গ্রন্থমেলা। নামের তাৎপর্যকে ছাপিয়ে, পয়লা ফাল্গুনে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষের পদচারণায়, এক অপরূপ মিলনমেলায় পরিণত হয়। বয়সের ভারে যারা এগিয়ে, তাদের কাছে এখনো গ্রাম বাংলার সংস্কৃতি পয়লা ফাল্গুন বিশেষ গুরুত্ব বহন করে। আর তাই মাথায় গাঁদা ফুলের সাথে, বাসন্তী রঙের শাড়ি কিংবা পাঞ্জাবিতে ফিরে যেতে চান ছোট্টবেলায়।
নানা রঙে নানা ঢংয়ে নিজেকে সাজিয়ে, বইমেলায় যান তরুণ-তরুণীরা। তাদের কাছে এখনো ভালোবাসা দিবসের গুরুত্বটাই বেশি। কবি-লেখকরাও এমন দিনে নিজেদের বই উন্মোচন করতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।
একে তো পয়লা ফল্গুন, অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। দুইয়ে মিলে রঙ্গিন হয়ে উঠেছে একুশের গ্রন্থমেলা। সারাদিন নগরীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে, বিকেলে বইমেলায় আসেন বইপ্রেমীরা। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনকে কিনে দিচ্ছেন পছন্দের বই।