পেশাদারিত্বের সঙ্গে সিনেমা নির্মাণ হচ্ছে কম। ফলে মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারছেন না ঢাকাই চলচ্চিত্র। তবে ঢাকার চলচ্চিত্রে সম্ভাবনার সুবাতাস বইছে। গেল বছর ‘লিডার’, ‘জ্বীন’ দিয়ে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক আসা শুরু হয়েছিল। দর্শকদের হলে ফেরার সেই আমেজটা জনস্রোতে রূপ নেয় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দুই ছবি দিয়ে। এমনকি বিশ্ববাজার থেকেও প্রিয়তমা ও সুড়ঙ্গ সাফল্য এনেছে।
আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’। দুটি পোস্টার ও একটি গান প্রকাশ ছাড়া এ ছবির উল্লেখযোগ্য কোনো প্রচারণা নেই। দায়সারাভাবে নির্মাণ করে কোনোভাবে মুক্তি দিতে পারলেই বাঁচেন নির্মাতা।
সম্প্রতি সাইমন সাদিকের একটি মন্তব্য থেকে সেই বিষয়টি আবার ধরা পড়ল। তিনি বললেন, ‘সুইজারল্যান্ডে শুটিং হবে, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে!’
সাইমন জানান, তার ক্যারিয়ার ১৪ বছরের। এতোগুলো বছরে তার ২৬টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এই প্রথম ‘শেষ বাজি’র মাধ্যমে ফর্মুলার বাইরের ছবি করলেন বলে জানালেন।
ছবি মুক্তির দিন ঘনিয়েও এলেও চোখে পড়ার মতো প্রচারণা নেই! সংশ্লিষ্টদের কথা, দেশের মানুষের নজর ছিল জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচন শেষ এবার সিনেমার প্রচারণা শুরু হবে। তবে নিজের সিনেমার প্রচারণার ব্যাপারে সাইমন বরাবরই সচেতন থাকলেও প্রযোজকদের কাছ থেকে সেই সহযোগিতা পান না।
আল / দীপ্ত সংবাদ