বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে স্বাগত জানানো হলো নতুন বছর ২০২৩। ছিল চোখ ধাঁধানো আতশবাজি। জমকালো আয়োজনে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উৎসবে মেতেছে বিশ্ববাসী। বর্ণিল আতশবাজিতে বরণ করা হচ্ছে ২০২৩ খ্রিস্টাব্দকে।
নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন দেশের বড় শহরগুলোতে চলছে উৎসব। প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি প্রথম নতুন বছরকে স্বাগত জানায়। তার এক ঘণ্টা পরে জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে শুরু হয় আতশবাজি।
অস্ট্রেলিয়ার হারবার ব্রিজ, অপেরা হাউসসহ বেশ কয়েকটি জায়গার আতশবাজি দেখতে জড়ো হয় হাজারো মানুষ।
উৎসব হয় চীন, জাপান, উত্তর কোরিয়া, তাইওয়ান ও হংকংসহ বিভিন্ন দেশে।