কুষ্টিয়ায় বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কেন্দ্রিয় সংগঠনের ৯০ বছর পূর্তি উপলক্ষে নারী লাঠিয়ালদের পূনর্মিলন ও লাঠিখেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সহ–সভাপতি ডা.সাহানা আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ–উপাচার্য প্রফেসর ড.সরিফা সালোয়া ডিনা।
উৎসবের আহভায়ক শাহিনা সুলতানা দ্বিজুর পরিচালনা ও সঞ্চালনায় এবং বাহিনীর কেন্দ্রিয় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নানাবিধ সিমাবদ্ধতার মধ্যদিয়েও নারী লাঠিয়ালদের এই আয়োজনটি বর্তমান প্রজন্মের নারী জাগড়নে বৈপ্লবিক মাত্রা যুক্ত হতে পারে। যা বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় অভাবনীয় সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হেলথ ক্লিনিকের পরিচালক ডা. আসমা জাহান, কবি নজরুল সরকারী কলেজের অধ্যাপক ড.নুরুন নাহার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারহা তানজিম, কুষ্টিয়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
এসএ/দীপ্ত নিউজ