মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আসর হবে- বিসিবি’র ফিল্ড ডিরেক্টর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বরিশাল শহীদ আবদর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিল্ড ডিরেক্টর সৈয়দ আব্দুল বাতেন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম ও স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের পিচ তৈরীর কার্যক্রম পরিদর্শনকালে এই আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ আব্দুল বাতেন।

বিসিবি’র প্রধান ফিল্ড ডিরেক্টর সৈয়দ আবদুল বাতেন ও বিসিসি’র প্রধান কিউরেটক নিউজিল্যান্ডের টনি হামিংস সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল স্টেডিয়াম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মাঠের নানা বিষয়ে খোঁজ খবর নেন তারা। এ সময় বরিশাল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠের ঘাস মরে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিসিবি’র প্রধান ফিল্ড ডিরেক্টর সৈয়দ আব্দুল বাতেন। এ সময় স্থানীয় কর্মকর্তারা তাকে বলেন, স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ। আন্তর্জাতিক মানের মাঠ তৈরীর লক্ষ্যে ঘাস লাগানো হয়েছে। কিন্তু নিয়মিত ও পর্যাপ্ত পানি দিতে না পাড়ায় ঘাস মরে যাচ্ছে।

পরিদর্শন শেষে বিসিবি’র ফিল্ড ডিরেক্টর সাংবাদিকদের বলেন, বরিশাল স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিনত করার কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং আধুনিক মানের ক্রিকেট পিচ নির্মানের লক্ষ্যে একজন বিশেষজ্ঞ সহ তিনি বরিশাল এসেছেন। পরে তারা স্টেডিয়ামের হলরুমে জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠকদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, বিসিবি’র কাউন্সিলর প্রদীপ কুমার গাঙ্গুলী, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শিবু লাল খাসকেল সহ ক্রীয়া সংগঠনকরা উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More