বিপিএলের এবারের আসরে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এলিমিনেটর ম্যাচে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে চার নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জাের্স। বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত এই দুই দলের কেউই শিরোপার দেখা পায়নি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে–ই–বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে দু‘দল। দুই দলই সাত জয় ও পাঁচ হারে, সমান ১৪ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করেছে। রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে তিন নম্বরে শেষ করে তামিমের বরিশাল।
ফরচুন বরিশালের আস্থার জায়গা তাদের লোকাল ব্যাটসম্যানরা। অধিনায়ক তামিম ইকবাল ৩৯১ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া মুশফিকুর রহিম ৩১৪, সৌম্য সরকার ২৪০ ও মাহমুদউল্লাহ ২৩০ রান নিয়ে দারুণ ছন্দে রয়েছেন। ব্যাটিং লাইনআপ আরো শক্তিশালী করেছে, সাউথ আফ্রিকান হার্ড হিটার ডেভিড মিলারের আগমন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামবেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া দলের জন্য ব্যাট ও বল হাতে বেশ ভূমিকা রাখছেন আলরাউন্ডার মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, কাইল মায়ার্সরা।
আরও পড়ুন: জয় দিয়েই শেষ চারে তামিমের বরিশাল
এবারের আসর দারুণ ছন্দে শুরু করেও, মাঝপথে খেই হারায় বন্দর নগরীর দল চট্টগ্রাম। শেষদিকে তরুণ ওপেনার তানজিদ তামিমের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শুভাগত হোমের দল।
আসরে ১১ ইনিংসে ৩৪.৭৩ গড়ে ৩৮২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন চ্যালেঞ্জার্স ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়া বিদেশিদের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্রুস ও বাঁহাতি পেসার বিলাল খান রয়েছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত কিউই ব্যাটার টম ব্রুস ৫২ গড়ে ৮ ইনিংসে করেছেন ২৬১ রান।
তবে দু‘দলের লিগ পর্বের দুইবারের মোকাবিলায়, দুইবারই জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই, দারুণ আত্মবিশ্বাসে থাকা চট্টগ্রামের বিপক্ষে প্রতিশোধ নিতেই চাইবে তামিমের বরিশাল বাহিনী। আর বাঁচা–মরার এই ম্যাচে রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা।
খেলাটি শুরু হবে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ টায়। দিনের অপর ম্যাচে কোয়ালিফায়ার–১ এ সন্ধ্যায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ইমাম/ আল / দীপ্ত সংবাদ