বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে বিভক্তির অবসান ঘটেছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন আবুল হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা। অপরদিকে বিএনপি পন্থী স্বতস্ত্র প্রার্থী কামরুল আহসানকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
এর আগে শনিবার (৩ জুন) গৌরনদীতে বিশেষ বর্ধিত সভায় এক মঞ্চে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মনোনয়ন বঞ্চিত সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর পিতা আবুল হাসনাত এবং মনোনয়ন প্রাপ্ত আবুল খায়ের আবদুল্লাহকে। দুই ভাইয়ের পূর্বের পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে মনোনয়নকে কেন্দ্র করে। নির্বাচনের ৭ দিন আগে এ বিরোধের অবসান হওয়ায় নতুন মাত্রা যুক্ত হয়েছে আওয়ামী লীগের প্রচারণায়। ইতোমধ্যে দু্ই ভাইয়ের কোলাকুলির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা ৩০ দফা ইশতেহার ঘোষণা এবং আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র প্রার্থীরা গণসংযোগ করেছেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাব অমৃত লাল দে মিলনায়তনে ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বরিশাল সিটি কর্পোরেশন উৎপাদনমুখী মেগা সিটিতে পরিণত করা, প্রশস্ত রাস্তা নির্মাণসহ ৩০ দফা ইশতেহার ঘোষণা করেন।
নগরীর ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। আগামী ১২ জুন ১২৬টি কেন্দ্রে ৮৯৪টি কক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে।
মর্তুজা জুয়েল/এমি/দীপ্ত নিউজ