দীর্ঘ পাঁচ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালের পথে রয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তিনি গণভবন থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন হলো, পদ্মা সেতু। সেই সেতু দিয়েই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে।
জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির এই সফরকে কেন্দ্র করে পুরো বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
সড়কদ্বীপগুলো সাজানো হয়েছে বর্ণিল রঙে। অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর আজ আবারও নির্বাচনী সভায় যোগ দিতে বরিশাল যাচ্ছেন তিনি।
বরিশাল থেকে প্রধানমন্ত্রী বিকেলে গোপালগঞ্জ যাবেন। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।
এসএ/দীপ্ত নিউজ