জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করায় জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বিরকে বরগুনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৬ মার্চ) বরগুনা প্রেস ক্লাবের উদ্যোগে সন্ধ্যায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধণা অনুষ্ঠানে মীর সাব্বির বলেন, ‘অনেক বৈষম্যের স্বীকার হয়েছে বরগুনার সাংস্কৃতিক অঙ্গন। এখন দিনের পরিক্রমায় বৈষম্য থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে এ অঙ্গনটির।’
রাত জাগা ফুল সিনেমা ও পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা চোখ থাকতে অন্ধ হয়ে থাকি, আর মুখ থাকতে বোবা। প্রত্যাশা করি সত্য ও সুন্দরের জন্য রাত জাগা ফুলের সৌরভ ছড়িয়ে যাবে পৃথিবীময়।‘
তিনি আরও বলেন, আমার সাফল্যের পেছনে বরগুনার প্রতিটি মানুষের ঘাম এবং প্রার্থনা জড়িয়ে আছে। আমি বরগুনার নাট্যাঙ্গন থেকে উঠে এসেছি। আমার অর্জিত পুরস্কারের পেছনে বরগুনার সব মানুষের অবদান রয়েছে।
সংবর্ধণা অনুষ্ঠানে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় পড়িয়ে অভিনেতা ও পরিচালক মীর সাব্বিরকে সম্মান জানানোর পাশাপাশি জাতীয় পর্যায়ের বরগুনার আরেক সন্তান নৃত্য শিল্পী আবু নাঈমকেও শুভেচ্ছা জানানো হয়।
এফএম/দীপ্ত সংবাদ