বরগুনায় বৈরী আবহাওয়ায় রাতভর বৃষ্টিতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। পায়রা বন্দরকে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত কয়েক দিন ধরে উপকূলী জেলা বরগুনায় টানা বৃষ্টি হচ্ছে। এতে খেটে খাওয়া মানুষগুলো বাইরে বের হতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে, রাত ৯ টা থেকে সকাল ৯ টা পযন্ত ৫৫.২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরগুনায়।
বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অনেকের মাছের গেড় তলিয়ে গিয়েছে।
এছাড়া টানা বৃষ্টিতে বীজতলা পচে যাওয়ায় আমন চাষাবাদে বড় রকমের লোকসানের আশঙ্কায় বরগুনার কৃষক। পুরো শ্রাবণ মাস জুড়ে টানা বৃষ্টিতে ধানক্ষেতে জলবদ্ধতার কারণে পচে যায় কৃষকের বীজতলা। বার বার ধানের বীজ বপন করেও ধানের চারা তৈরি করতে ব্যর্থ হয়েছে কৃষক। তাই এবছর ব্যাহত হবে আমন ধান উৎপাদন।
শাহ্ / আল/ দীপ্ত সংবাদ