বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিংয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটেনি। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন– আতাউর রহমান রাসেল,পারভেস খান,তন্ময় গাজী, কাওসার আহম্মেদ রনি ও ছগির মল্লিক সবাই ছাত্রলীগ কর্মী।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানায়, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন জ্বলতে দেখি পরে পায়ার সার্ভিসের কর্মীরা এসে দুটি ইউনিটি কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পাঁচজনকে রাতেই আটক করা হয়েছে।
শাহ্ আলী/এজে/দীপ্ত সংবাদ