বরগুনায় বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত। এ উপলক্ষে সোমবার (৮ মে) সকাল ৯ টায় জাতীয় ও রেড ক্রিসেন পতাকা উত্তোলন জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই দিবসটির শুভ সূচনা শুরু হয়।
পরে রেড ক্রিসেন্ট কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালীর বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি রেড ক্রিসেন্ট কার্যালয় সামনে এসে শেষ হয়ে হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, সেক্রেটারী অ্যাড.মোঃ আবদুল মোতালেব মিয়াসহ ইউনিট কার্যনিবাহী কমিটির সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।
আফ/দীপ্ত সংবাদ