বরগুনায় ফসল কাটার উৎসব ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জমিতে উচ্চ ফলনশীল ব্রি ৬৭,৭৪,৮৯,৯২,৯৯ ও বঙ্গবন্ধু ধান ১০০ জাত আবাদের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। বুধবার (৩ মে) দুপুরে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুরের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ব্রি এর সিএসও ড. মো. মনিরুজ্জামান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শওকত ওসমান, ড. কাজী শিরিন আখতার জাহান, আবু সৈয়দ মো. জোবায়দুল আলম এবং মো. কামরুল ইসলাম ভূইয়া প্রমুখ।
এমি/দীপ্ত সংবাদ