বরগুনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হৃদয় (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয় বরগুনা পৌর শহরের থানা পাড়া এলাকার রন মেকারের এক মাত্র ছেলে। এ বছরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে হৃদয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা হলে বৃহস্পতিবার রাত বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পরীক্ষা করলে ডেঙ্গু রোগ শনাক্ত হয়।
এছাড়া গত ২৪ ঘন্টায় বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৩০ জন। অন্যান্য উপজেলায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৫ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। প্রতিটা উপজেলায়ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রোগী ও স্বজনদের অভিযোগ, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও মশা নিধনে কোন পদক্ষেপ নিচ্ছে না জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসন। এতে ক্ষুব্ধ তারা।
এসএ/দীপ্ত নিউজ