বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বন্যাকবলিত অঞ্চলে সচল ৯৮ শতাংশ মোবাইল টাওয়ার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ধীরে ধীরে কমতে শুরু করেছে দক্ষিণপূর্বাঞ্চলের বিভিন্ন জেলার বন্যার পানি। পানি কমায় এসব অঞ্চলের প্রায় ৯৮ শতাংশ মোবাইল টাওয়ার সচল হয়েছে

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এখনও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হচ্ছে ১১টি জেলায়।

জেলাগুলো হলো— নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার। এর মধ্যে নোয়াখালী জেলায় ৭১টি, লক্ষ্মীপুর জেলায় ২০টি, ফেনী জেলায় ৭৩টি, কুমিল্লা জেলায় ১৮টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৪টি, চট্টগ্রাম জেলায় ২৭টি, খাগড়াছড়ি জেলায় ৭টি, হবিগঞ্জ জেলায় ১৩টি, মৌলভীবাজার জেলায় ৯টি, সিলেট জেলায় ২৭টি ও কক্সবাজার জেলায় ১১টিসহ মোট ৩০০টি টাওয়ার অচল হয়ে আছে।

বিটিআরসির তথ্যমতে, বন্যাকবলিত অঞ্চলের ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে সচল রয়েছে ১৪ হাজার ২৫১টি আএখনও অচল রয়েছে ৩০০টি। সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হওয়া ফেনী জেলায় ৬৫৩টি টাওয়ারের মধ্যে বর্তমানে অচল রয়েছে মাত্র ৭৩টি। বাকি সব টাওয়ার এখন সচল। সেই হিসাবে ৮৯ শতাংশ টাওয়ারে নেটওয়ার্কে ফিরেছে।

ল্লেখ্য, ভারত থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টির কারণে পানিতে ডুবে যায় দেশের দক্ষিণপূর্বাঞ্চলের ১৫টির বেশি জেলা। পানির পরিমাণ ও উচ্চতা বেশি হওয়ায় এসব এলাকার মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের গ্রিন ফিল্ডও ডুবে যায়। ফলে গত ২২ আগস্ট থেকে অচল হতে থাকে টাওয়ারের সংযোগ৷

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More