শৈশবের বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করা সেই সুধীর বাবু (৭৪) মারা গেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।
ছেলে অর্জুন চন্দ্র দাস বলেন, দুপুর ১টার দিকে বাবা মারা গেছেন। রাতেই এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার বাবা আর আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরে দুজনে স্থানীয় গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। সময় পেলেই দুই বন্ধু ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যুতে বাবা অনেক কষ্ট পেয়েছিলেন।’
২০২১ সালের ৮ সেপ্টেম্বর উপজেলার গুণবতী বাজারের ব্যবসায়ী আমীর হোসেন সওদাগর মারা গেলে তার জানাজার মাঠে উপস্থিত হন বন্ধু সুধীর বাবু। বন্ধু হারানোর বেদনায় সুধীর বাবু জানাজা চলাকালীন পেছনে গাছের গুঁড়িতে বসে চোখের পানি ফেলতে থাকেন। বিষয়টি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।