মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

বগুড়া-৬: তারেক রহমানের প্রচারণায় ব্যবহৃত হচ্ছে ‘বনকাগজ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে তারেক রহমানের ভোট প্রচারণায় ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব নির্বাচনী লিফলেট, যার নাম 'সীড পেপার' বা 'বনকাগজ'।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া(বগুড়া সদর) আসনে নির্বাচনী প্রচারণায় লেগেছে তারুণ্যের ছোঁয়া আর আধুনিক ভাবনার প্রতিফলন। ধানের শীষপ্রার্থী তারেক রহমানের ভোট প্রচারণায় ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব নির্বাচনী লিফলেট, যার নাম সীড পেপারবা বনকাগজ

এই লিফলেট শুধু ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর মাধ্যম নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে পরিবেশ রক্ষার এক অভিনব ভাবনা।

বনকাগজদিয়ে তৈরি এই লিফলেট ব্যবহারের পর মাটিতে পড়ুক বা ফেলে দেওয়া হোক না কেন, তা আবর্জনা হয়ে থাকে না—বরং সেখান থেকেই জন্ম নিতে পারে সবজি গাছ। লিফলেট ভেতরে রয়েছে নিম, অর্জুন, টমেটো, মরিচ কিংবা বিভিন্ন শাকসবজির বীজ।

ফলে একদিকে যেমন নির্বাচনী প্রচারণা হচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি সবুজায়নের পথও তৈরি হচ্ছে।

রাজনৈতিক প্রচারণায় কাগজের অপচয় ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতায় সীড পেপারবা বনকাগজমতো বিকল্প ব্যবহারের উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করছেন সচেতন মহল। এটি শুধু অভিনব নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি টেকসই ও দায়িত্বশীল দৃষ্টান্ত।

কেন বনকাগজঅনন্য— সাধারণত নির্বাচনের পর হাজার হাজার ছিঁড়ে যাওয়া লিফলেট ড্রেন ও রাস্তাঘাট সয়লাব করে ফেলে, যা পরিবেশের জন্য চরম ক্ষতিকর। কিন্তু এই সীড পেপারবা বনকাগজসম্পূর্ণ ভিন্ন। ১০০% বায়োডিগ্রেডেবল। মাটির সঙ্গে মিশে যায় মুহূর্তেই, দূষণ ছড়ায় না।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, অনেকেই এই উদ্যোগের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, রাজনীতি যদি সত্যিই মানুষের কল্যাণ আর প্রকৃতির যত্নের জন্য হয়, তাহলে এমন চিন্তাধারাই হওয়া উচিত ভবিষ্যতের পথনির্দেশক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More