সারাদেশের ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগে এসব স্টেডিয়াম ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নাম অনুসারে পুনঃনামকরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এই আদেশ উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দফতরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
বিগত সরকারের আমলে বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম সরকার প্রধানের পরিবারের সদস্যদের নামে রাখা হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই নাম পরিবর্তনের নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর নতুন নামকরণ করা হয়েছে।
এছাড়া, জেলা ও জাতীয় পর্যায়ে বিগত সরকারের পরিবারের বিভিন্ন সদস্যের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়েও প্রস্তাবনা রয়েছে বলে জানা গেছে।