বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার আয়োজন করেছে কাজী ফার্মসের জা এন জি আইসক্রিম। এমন আয়োজনকে সাদুবাদ জানিয়েছেন ফুটবল ভক্তরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া’র ম্যাচ উপভোগ করতে ভক্তদের উপচে পড়া ভিড়। এই আয়োজন আরো সুন্দর করে রাঙিয়ে তোলে কাজী ফার্মসের প্রতিষ্ঠান জা এন জি আইসক্রিম। ফাইনালে ওঠার মঞ্চে, কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলেছেন মেসি-লুকামদ্রিচরা। তার উত্তাপ ছড়িয়ে পড়ে জগন্নাথ হল মাঠে।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখানোর আয়োজন করায় কাজী ফার্মসের জা এন জিকে ধন্যবাদ জানিয়েছেন ফুটবল সমর্থকরা।
শুধু বিশ্বকাপ ফুটবলই নয়, বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের খেলাও যেন বড় স্ক্রিনে দেখানো হয় এমন প্রত্যাশা ক্রীড়া প্রেমিদের।